গজীপুরের টঙ্গীতে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৪:০৫ অপরাহ্ন
গজীপুরের টঙ্গীতে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশানুর রহমান, গাজীপুর।।

গাজীপুরের টঙ্গী বাজার এলাকা হতে ৭৪ লিটার চোলাইমদসহ ০২জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।

৬ জুলাই রাত সাড়ে ১০টায় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার বড় মসজিদ মার্কেট সাধনা ঔষধালয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আসামী ১। মোঃ আব্দুল্লাহ কবির(২৯), পিতা-মোঃ হুমায়ুন কবির, মাতা-মোসাঃ আনোয়ারা কবির, সাং-চাননাগেরচর, থানা-দাউদকান্দি জেলা-কুমিল্লা, এ/পি-সাং-দক্ষিণ আরিচপুর(গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২। মোঃ বাদশা মিয়া(৫৬), পিতা-মৃত আইনউদ্দিন, মাতা-বেদবানু, সাং-গুবদিঘী, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-বিসিক ফকির মার্কেট (কাটন হাজীর বাড়ির ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর দখল হইতে সর্বমোট ১৮৫ বোতল=৭৪ লিটার দেশীয় চোলাইমদ এবং যার মূল্য অনুমান ৪০,০০০/- উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানা এলাকাসহ বিভিন্ন স্থানে দেশীয় তৈরী চোলাইমদের অবৈধ ভাবে ব্যবসা করে আসছিল।

অবৈধভাবে মাদকদ্রব্য দেশীয় চোলাইমদ তৈরী ও নিজেদের হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ এর (১) টেবিল ৩৩(গ) ধারার অপরাধ করেছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com