আজ পাকুয়াখালী ট্রাজেডী দিবস

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৮:০৪ অপরাহ্ন
ছবিঃ প্রতিকী

লংগদু প্রতিনিধি,(রাঙ্গামাটি)।।

১৯৯৬ইং সনের ৯ সেপ্টেম্বর বাঘাইছড়ি উপজেলার পাকুয়াখালীতে ৩৫ জন বাঙ্গালী কাঠুরিয়াকে তথাকথিত শান্তিবাহিনী নির্মম ভাবে হত্যা করে। সেদিন উপজাতীয়রা বাঙ্গালীদের আলোচনার কথা বলে পাহাড়ে ডেকে পাঠায়।

কিন্তু উপজাতীয়রা সন্ত্রাসী নেতারা বাঙ্গালীদের সাথে ষড়যন্ত্র করে তাদের সকলকে নির্মমভাবে হত্যা করে। সেদিন লংগদুবাসীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সেই নির্মম হত্যাকান্ডের বিচার আজও পার্বত্যবাসী পায়নি।
পাকুয়াখালী ট্র্যাজেডি দিবস উপলক্ষে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দুইদিন ব্যাপি বিভিন্ন কর্মসুচী ঘোষনা।
১০ সেপ্টেম্বর পাকুয়াখালী ট্র্যাজেডি দিবস পালন করবে, পার্বত্য বাঙালি ছাত্রপরিষ
কর্মসুচীসমূহের মধ্যে রয়েছে ৯সেপ্টেম্বর রোজ সোমবার বাদ আসর নিহতদের আত্নার মাগফেরাত কামনায় লংগদু উপজেলার সকল মসজিদে বিশেষ প্রার্থনা। ১০সেপ্টেম্বর সকাল ১০ টায় লংগদু সদরে শোকর র‌্যালী, সকাল সাড়ে দশটায় কবর জিয়ারত ও শোকসভা।

উল্লেখ্য যে এব্যাপারে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ লংগদু উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ প্রতিবছরের ন্যায় এবছরও ভুদিবসটি পালন করবে। তিনি দিবসটি সফল করার জন্য দলবল নির্বিশেষে সকলকে যোগ দেয়ার আহবান জানান

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com