মুখ থুবড়ে পড়ল ইরানে বিভাজন সৃষ্টির অপকৌশল

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২ জুলাই, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন

একটি মার্কিন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলেছে, ইরানে জাতিগত বিভাজন সৃষ্টির ব্যাপক চেষ্টা করা হয়েছে। ঠিক একইভাবে এর আগে রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত ইরাক ও সিরিয়ায়ও একই প্রচেষ্টা চালানো হয়েছিল। যার ফলে ওই দেশ দুটিতে স্থিতিশীলতার পরিবর্তে ধ্বংস ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই ব্যর্থতার পরও ইরানের বিরুদ্ধে একই কৌশল নেয়া হয়েছে।

কিছু মিডিয়া রিপোর্টে ইরানে জাতিগত বিভাজন সৃষ্টির জন্য মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং ইউরোপীয় সংসদীয় মহল থেকে প্রস্তাব দেয়া হয়েছে, যা কিনা বেপরোয়া এবং এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

পার্সটুডে জানিয়েছে, এই বিষয়ে আমেরিকান ওয়েবসাইট ‘রেসপন্সিবল স্টেটক্রাফ্ট’ রিপোর্ট করেছে- ইহুদিবাদী লবিং গ্রুপ ‘ডিফেন্স অফ ডেমোক্রেসিজ’ (এফডিডি) এর নেতৃত্বে নব্য রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্কগুলো ইরানের জনসংখ্যার কাঠামোর উপর ভিত্তি করে ইরানকে জাতিগত বিভক্ত করার প্রচেষ্টা চলছে।

ওয়েব সাইটের একজন বিশ্লেষক (এফডিডি) কে উদ্ধৃত করে বলেছে, ‘ইরানের জাতিগত জনসংখ্যার বিন্যাস একটি দুর্বল পয়েন্ট, যা দেশটিকে দুর্বল করার জন্য ব্যবহার করা যেতে পারে।’

হিব্রু ভাষার সংবাদপত্র ‘জেরুজালেম পোস্ট’-এ প্রকাশিত একটি নিবন্ধে ইরানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আমেরিকান সাইটটি আরো লিখেছে, ইউরোপীয় পার্লামেন্টে ‘ইরানের ভবিষ্যত’ শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে ইরানের বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী ব্যক্তিত্ব উপস্থিত ছিল। এ থেকে বোঝা যায় যে ইউরোপীয় পার্লামেন্ট রাজতন্ত্রকামী, ভণ্ড এবং জাতিগত বিচ্ছিন্নতাবাদীসহ সন্ত্রাসী, চরমপন্থী এবং ইরান থেকে বিতাড়িত গোষ্ঠীগুলোর জন্য একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

উপরে উল্লিখিত ওয়েব সাইটটিতে আরো বলা হয়েছে, ওয়াশিংটন এবং ব্রাসেলসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে, ইরানের জাতীয় এবং গভীর বাস্তবতার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। ইরান যে ৯ কোটিরও বেশি মানুষের জন্মভূমি, যাদের গভীর এবং ঐতিহাসিক জাতীয় পরিচয় রয়েছে, তা বিবেচনায় নেয়া হয়নি। একইসাথে কয়েক দশক ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে সামরিক চাপ পর্যন্ত বিদ্যমান বহিরাগত চ্যালেঞ্জগুলো ইরানিদের জাতীয় পরিচয় ও অভ্যন্তরীণ সংহতিকে আরো শক্তিশালী করেছে।

এই আমেরিকান সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে জাতিগত বিভাজন সৃষ্টি করে দেশটিকে ক্ষতি করার চিন্তা ইরাক ও সিরিয়ার অভিজ্ঞতার মতো একটি কৌশলগত ভুল।

সূত্র : পার্সটুডে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ