বঙ্গবন্ধু  সম্পর্কে জানতে হবে : এমপি ওমর ফারুক চৌধুরী

হায়দার আলী, রাজশাহী
সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ২:৪৩ অপরাহ্ন

বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারলে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে। মুক্তিযুদ্ধ সম্পর্কে  জানতে পারবে, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। তোমার জাতীয়তা, তোমার পিতা মাতা, তোমার নিজের সম্পর্কে জানতে পারবে।

সোমবার ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। জাতির ইতিহাসের কলঙ্কেরও। যে মহান পুরুষ বাঙালি জাতিকে ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশ’ উপহার দিয়েছিলেন; ১৯৭৫ সালের এই দিন ভোরে তাকেই সপরিবারে হত্যা করেন একদল বিপথগামী সেনাসদস্য। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে তারা শুধু বাঙালি জাতিকেই কলঙ্কিত করেননি, বাধাগ্রস্ত করেছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নকে। বিশ্ব দরবারে জাতির মাথা ন্যূইয়ে দিয়েছিল সেই পৈচাশিক ঘটনা।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ বাংলাদেশের মানুষ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছেন। সারাদেশের মত রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির পালন করেছেন।

উপজেলা প্রশাসনের  উদ্যোগে গোদাগাড়ী শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্জ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন,  প্রদান করেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,  মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী উপজেলা  আওয়ামীলীগের সভাপতি, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্জ মোঃ অয়জুদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী,

গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান মাসিদুল গণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রমূখ।

এমপি ওমর ফারুক চৌধিরী তার বক্তব্যে আরো  বলেন, আপনি আওয়ামীলীগ ও বঙ্গবন্ধর নাম ভাঙিয়ে হেরোইন ব্যবসাা করবেন , জুয়া খেলবেন, চাঁদাবাজি করবেন, অবৈধ কাজ করবেন এটা হতে দেযা হবে না।   যে সব  নেতারা  নৌকা ফুটা করেছেন তাদের তালিকা প্রধান মন্ত্রী শেখ হাসিনা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়ে গেছে। যে সব নেতা আওয়ামীগীগের নাম ভাঙিয়ে মানুষের হক নষ্ট করছেন, সম্পদনদ কেঁড়ে নিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

এ দিনে তাদেকে সংশোধন হওয়ার সুযোগ দেন। বিএনপি একটি খচ্চর দল তাদের পেছনে দেশের মানুষ নেই। তাই তারা দেশ বিরোধী কার্যকলাপ করছে। তাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এর আগে, গোদ্গাড়ী উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুভসূচনা করা হয়। এছাড়াও, দিবসটি উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জা ও বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উপজেলার  গোদাগাড়ীর মহিলা ডিগ্রী কলেজ, মাটিকাটা আর্দশ ডিগ্রী কলেজ, রাজাবাড়ী ডিগ্রি কলেজ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়ো, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com