নিয়ামতপুরে পহেলা বৈশাখে বাঙালির বাঁধনহারা উৎসব

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের নববর্ষ উদযাপন। রমযান মাস হওয়ায় সংক্ষিপ্ত পরিসরে নওগাঁর নিয়ামতপুরে পালিত হয়েছে দিনটি। বসন্ত শেষে এসেছে বৈশাখ।

দিনের প্রচন্ড খরতাপ উপেক্ষা করে মানুষ ছুটেছে অনুষ্ঠান স্থলের দিনে। বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যস্ত ছিল বাঙালিরা। সব জীর্ণতা ছেড়ে তরুণ-তরুণী, শিশু-যুবক-বৃদ্ধ যেন বাঁধন ছেড়ে ছুটেছে নতুনের দিকে।

১৪ এপ্রিল পহেলা বৈশাখ বৃহস্পতিবার সূর্যোদয় নিয়ে এসেছে ১৪৩০ বঙ্গাব্দের নতুন বারতা। জীর্ণ পুরাতন সব মুছে দিয়ে নতুনের কেতন ওড়াতে এসেছে আরেক বৈশাখ।  শুরু হল আরেকটি বছরের পথচলা।

সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উগ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে তিন মাথার মোড় পর্যন্ত  এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।  এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা আক্তার বিথি  নতুন প্রজন্মের প্রতি শিকড়ের সন্ধানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের নানা দিক তুলে ধরার আহ্বান জানান। শোভাযাত্রায় বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিক, সরকারী কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ যোগ দেন।

মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা আক্তার বিথি, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমুল ইসলাম, উজ্জ্বল হোসেন।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com