এম. ওয়াজির হোসেন।।
Top of Form, Bottom of Form
মাইক্রোসফট ওয়ার্ডের পাঁচটি টিপস যা আপনাকে স্মার্ট ওয়ার্ড ব্যবহারকারী হতে সহায়তা করবে।
১. Cut, copy, paste, undo and redo
Cut/Move = Ctrl+X, Copy = Ctrl+C, Paste = Ctrl+V, Undo = Ctrl+Z, Redo = Ctrl+Y
২. চোখের প্রশান্তির জন্য দ্রুত ওয়ার্ড স্ক্রিন জুম ইন এবং আউট করতে
Ctrl চেপে ধরে মাউসের স্ক্রল আপ ডাউন করুন
৩. টাইপ করতে করতে যদি একসাথে পুরো শব্দ মুছতে চান তাহলে-
Ctrl+Backspace কারসরের বাম পাশের পুরো শব্দ মুছে যাবে আর যদি কারসরের ডানপাশের পুরো শব্দ মুছতে চান তাহলে Ctrl+Delete
৪. আমরা মাউসের ডাবল ক্লিকের ব্যবহার করি হরহামেশা। কিন্ত কোনোসময় কি ট্রিপল ক্লিক করেছেন? MS Word এ কোনো শব্দের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে শুধুমাত্র ঐ শব্দটি সিলেক্ট হয়, আর ট্রিপল ক্লিক করলে পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হবে। একসাথে দ্রুত তিনবার ক্লিক করেই দেখুন না!
৫. পুরো একটা ডকুমেন্টে হোক না সেটা কয়েকশত পেজের, আপনি যদি কোনো শব্দ খুঁজতে চান তাহলে Ctrl+F প্রেস করুন। Navigation নামে বামে একট pane আসবে। বক্সে যে শব্দটি খুঁজতে চান সেটি টাইপ করুন। দেখবেন নিচে যত প্যারাগ্রাফে ঐ শব্দ আছে তা দেখা যাবে। এখন ক্লিক দিন সেই প্যারাগ্রাফে কারসর চলে যাবে। এছাড়া যদি কোনো শব্দ প্রতিস্থাপিত (replace) করতে চান, তাহলে Ctrl+G প্রেস করুন। Find and Replace ডায়ালগ বক্স ওপেন হবে। এখান থেকেও শব্দ খুঁজতে এবং কাঙ্খিত স্থানে কারসর নিতে পারবেন। আর যদি রিপ্লেস করতে চান, তাহলে Replace ট্যাব ক্লিক দিয়ে Find What এ লিখুন যে শব্দ ডকুমেন্টে টাইপ করেছেন, সেটি আর Replace with এ টাইপ করুন যে শব্দটি রিপ্লেস করতে চান, সেটি। তারপর Replace All ক্লিক করুন। More এ আরও কিছু অপশন আছে, যেগুলো প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন।