এসএসসি পরীক্ষার প্রস্তুতি

দেওয়ান সামছুর রহমান
মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১০:২৮ পূর্বাহ্ন

বিষয় : ভূগোল ও পরিবেশ

বাংলাদেশের ভৌগোলিক বিবরণ

১। কোন রেখাটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে?

ক) কর্কট ক্রান্তি রেখা খ) মকর ক্রান্তি রেখা

গ) মূলমধ্য রেখা ঘ) অক্ষরেখা

২। বাংলাদেশের অবস্থান এশিয়ার কোন অঞ্চলে?

ক) উত্তর খ) দক্ষিণ গ) পূর্ব ঘ) পশ্চিম

৩। বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার?

ক) ৫৫,৫৯৮ খ) ১,০৫,০০০

গ) ১,৪৭,৫৭০ ঘ) ১,৮৭.২০০

৪। বাংলাদেশ ভারতের মধ্যে স্থল সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

ক) ২০০৫ খ) ২০০৯ গ) ২০১২ ঘ) ২০১৫

৫। বাংলাদেশের টেলিটোরিয়াল সমুদ্রসীমা কত?

ক) ৭ নটিক্যাল মাইল খ) ৮ নটিক্যাল মাইল

গ) ১০ নটিক্যাল মাইল ঘ) ১২ নটিক্যাল মাইল

৬। সমুদ্রে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল?

ক) ১২০ খ) ১৫০ গ) ২০০ ঘ) ২৫০

৭। বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত?

ক) ৮,৯০০ ব.কি.মি. খ) ৯,৪০৫ ব.কি.মি.

গ) ৯,৯১০ ব.কি.মি. ঘ) ১০,৩০৫ ব.কি.মি.

৮। বাংলাদেশের বনাঞ্চলের আয়তন কত ব.কি.মি.?

ক) ২১,৬৫৭ খ) ১৮,১২৮

গ) ১৫,৯০৫ ঘ) ১৪,৮৬৪

৯। বাংলাদেশের সীমা-

  1. ভারত-বাংলাদেশের মধ্যে ৩,৭১৫ কি.মি.
  2. বাংলাদেশ-মিয়ানমার মধ্যে ২৮০ কি.মি.

iii. বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কি.মি.

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১০। বাংলাদেশের দক্ষিণ-পূর্বে ভারত-মিয়ানমারের সীমানায় কোন নদী অবস্থিত?

ক) মেঘনা খ) হাড়িয়াভাঙ্গা

গ) নাফ ঘ) করতোয়া

১১। বাংলাদেশের-

i. উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য ii. পূর্বে বঙ্গোপসাগর iii. পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১২। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?

ক) পাঁচটি খ) চারটি

গ) তিনটি ঘ) দুইটি

১৩। বাংলাদেশের-

  1. দক্ষিণ-পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার
  2. কিওক্রাডং-এর উচ্চতা ১,২৩০ মিটার

iii. তাজিনডং-এর উচ্চতা ১,২৮০ মিটার

নিচের কোনটি সঠিক

ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১৪। স্থায়ী বসবাসের জন্য কোন ধরনের ভূমি আদর্শ?

ক) মালভূমি খ) মরুভূমি

গ) সমভূমি ঘ) পার্বত্যভূমি

১৫। টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

১৬। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?

ক) এভারেস্ট খ) কিওক্রাডং

গ) তাজিনডং ঘ) লালমাই

১৭। টিলার গড় উচ্চতা কত?

ক) ৩০ থেকে ৯০ মিটার

খ) ১০০ থেকে ১২০ মিটার

গ) ১৫০ থেকে ২০০ মিটার

ঘ) ৫০০ থেকে ৬০০ মিটার

১৮। আনুমানিক কত বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে?

ক) ২০০০ বছর খ) ২৫০০ বছর

গ) ৩০০০ বছর ঘ) ৩৫০০ বছর

১৯। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার?

ক) ২৫ খ) ৩০ গ) ৩৪ ঘ) ৪২

২০। সমুদ্র সমতল থেকে নারায়ণগঞ্জ জেলার উচ্চতা কত?

ক) ২০ মিটার খ) ১৮ মিটার

গ) ১২ মিটার ঘ) ৮ মিটার

২১। বাংলাদেশের কোন অঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত?

ক) উত্তর খ) দক্ষিণ গ) পূর্ব ঘ) পশ্চিম

উত্তর : ১ক ২খ ৩গ ৪ঘ ৫ঘ ৬গ ৭খ ৮ক ৯ঘ ১০গ ১১খ ১২গ ১৩ঘ ১৪গ ১৫ক ১৬খ ১৭ক ১৮খ ১৯গ ২০ঘ ২১ক।

 

লেখক

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com