প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-বাংলা

বিশ্বজিত সুর
মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১১:০০ পূর্বাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দুই ধাপের লিখিত পরীক্ষা এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

১. পুষ্প শব্দের বহুবচন কী?

ক) পুষ্পপুঞ্জ

খ) পুষ্পকুঞ্জ

গ) পুষ্পগুচ্ছ

ঘ) পুষ্পগুলো

২. ‘দেনাপাওনা’ গল্পের রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) সৈয়দ মুজতবা আলী

গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) প্রমথ চৌধুরী

৩. ‘বঙ্গ আমার জননী আমার’ গানের রচয়িতা কে?

ক) কাজী নজরুল ইসলাম

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) অতুল মুখোপাধ্যায়

ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

৪. ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম’—কে বলেছেন?

ক) কাজী মোতাহের হোসেন চৌধুরী

খ) প্রমথ চৌধুরী

গ) কাজী আবদুল ওদুদ

ঘ) কাজী নজরুল ইসলাম

৫. ‘রুদ্রমঙ্গল’ কী ধরনের রচনা?

ক) উপন্যাস

খ) নাটক

গ) কাব্য

ঘ) প্রবন্ধ

৬. ‘এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাথা’—কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে সপ্তমী

খ) করণে সপ্তমী

গ) অপাদানে শূন্য

ঘ) অধিকরণে দ্বিতীয়া

৭. কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি?

ক) একত্রিত

খ) সাধ্যাতীত

গ) অধীন

ঘ) সিঞ্চিত

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

৮. নিচের কোনটি সঠিক?

ক) দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল।

খ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল।

গ) দূর্বলতাবশত অনাথা বসে পড়ল।

ঘ) দুর্বলতাবশতঃ অনাথা বসে পড়ল।

৯. বিশেষ নিয়মে সাধিত বহুবচন?

ক) সিংহ বনে থাকে।

খ) পোকার আক্রমণে ফসল নষ্ট হয়।

গ) নজরুলরা প্রতিদিন জন্মায় না।

ঘ) বাগানে ফুল ফুটেছে।

১০. ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তি কোনটি?

ক) ব্যা+ক+ন

খ) বৃ+কৃ+অন

গ) ব্য+আ+কৃ+অন

ঘ) বি+আ+কৃ+অন

১১. ‘Prothesis’—এর বাংলা প্রতিশব্দ কোনটি?

ক) ধ্বনি সংযুক্তি

খ) স্বরভক্তি

গ) আদি স্বরাগম

ঘ) বিপ্রকর্ষ

১২. কোনটি ব্যতিক্রম?

ক) শিখী

খ) শিখণ্ডী

গ) শিখণ্ডক

ঘ) শিলীমুখ

১৩. ‘বায়স’ শব্দের অর্থ কী?

ক) শিয়াল

খ) বৃদ্ধ

গ) কাক

ঘ) বুদ্ধিমান

১৪. ‘বাউণ্ডুলে’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) বার্ধক্য

খ) যাযাবর

গ) সাহসী

ঘ) সংসারী

১৫. ‘Transliteration’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?

ক) মঞ্জুরি

খ) অনুক্রমিক

গ) পাণ্ডুলিপি

ঘ) প্রতিবর্ণীকরণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৫

প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

১৬. ‘প্রাতরাশ’—এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) প্রাত+রাশ

খ) প্রাত+আশ

গ) প্রাতঃ+আশ

ঘ) প্রাতঃ+আশ

১৭. ‘হজযাত্রা’ কোন সমাসের উদাহরণ?

ক) দ্বিতীয়া তৎপুরুষ

খ) তৃতীয়া তৎপুরুষ

গ) ষষ্ঠী তৎপুরুষ

ঘ) চতুর্থী তৎপুরুষ

১৮. অপিনিহিতর-এর উদাহরণ কোনটি?

ক) জন্ম>জম্ম

খ) আজি>আইজ

গ) ডেস্ক>ডেসক

ঘ) অলাবু>লাবু>লাউ

১৯. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?

ক) আকাঙ্ক্ষা

খ) যোগ্যতা

গ) আসক্তি

ঘ) আসত্তি

২০. ‘বর্গি’ শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে?

ক) সিংহলি

খ) বর্মি

গ) গুজরাটি

ঘ) মারাঠি

 

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-বাংলা-এর উত্তর

১.গ  ২.ক  ৩.ঘ  ৪.ক  ৫.ঘ  ৬.খ  ৭.গ  ৮.খ  ৯.গ  ১০.ঘ  ১১.গ  ১২.ঘ  ১৩.গ  ১৪.ঘ  ১৫.ঘ  ১৬.গ  ১৭.ঘ  ১৮.খ  ১৯.গ  ২০.ঘ

 

লেখক : বিশ্বজিত সুর

সহকারী শিক্ষক, গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকা

 

লেখক :

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com