সিলেটে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ

সিলেট প্রতিনিধি
সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন

সিলেটে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনের মুক্তির দাবিতে আজ সোমবার থেকে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ভোর থেকে শুরু হওয়া এ ধর্মঘটের আওতায় দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

রোববার বিকালে এ ধর্মঘটের ঘোষণা দেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।

সোমবার সকালে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা দেখা যায়, বিভিন্ন রুটে যাওয়ার জন্য যাত্রীরা ভিড় করলেও যানবাহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

এ সময় কাওসার আহমেদ নামে এক ব্যক্তি বলেন, বৃদ্ধ মাকে নিয়ে এসেছেন। যাবেন ব্রাহ্মণবাড়িয়া। দীর্ঘসময় দাঁড়িয়েও যেতে না পারায় ক্ষোভ ঝাড়েন। জনসাধারণকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করা অযৌক্তিক।

পরিবহন শ্রমিকরা জানান, দাবি আদায় না হলে আগামীকাল থেকে পুরো সিলেট বিভাগে কর্মবিরতি পালন করা হবে।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা সব দপ্তরে আলোচনা করেছি। স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এই রাস্তায় আমাদের আসতে হয়েছে।

উল্লেখ্য, জেলহাজতে থাকা আলী আকবর রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর ২০১৮ সালের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার  করা হয় তাকে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com