মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ফার্মেসী মালিককে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৪ অপরাহ্ন

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে দুটি ফার্মেসী দোকানীর ১০ হাজার টাকা ও সেক্স্যুয়াল সিরাপ বিক্রির দায়ে এক মুদি দোকানীর ৩ হাজার টাকা। মোট ৩ টি প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায়।

সত্যতা নিশ্চিত করে অভিযানে নের্তৃত্বদানকারী কর্মকর্তা মোঃ শামীম হোসেন প্রতিবেদককে জানান, বুধবার ৭ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও মান্দা উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলায় কুলিহার বাজারে ‘তদারকি’ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দু’টি ফার্মেসী মালিককে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং একটি মুদি খানা দোকানে সেক্স্যুয়াল সিরাপ বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে মান্দা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং মান্দা থানা  পুলিশের একটি চৌকষ টিম  সহযোগীতা করেন।

জনস্বার্থে এ ধরনের তদারকি (অভিযান) আগামীতেও অব্যাহত থাকবে বলেও প্রতিবেদককে জানান অভিযানিক কর্মকর্তা।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com