নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক কোভিড -১৯ (সিনোফার্ম) এর টিকা প্রদান শুরু

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১১:২১ পূর্বাহ্ন

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক কোভিড -১৯ (সিনোফার্ম) এর টিকা প্রদান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) এ টিকা প্রদান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম সালাউদ্দীন মনজু।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম সালাউদ্দীন মনজু জানান ইতোমধ্যে নবাবগঞ্জ উপজেলার জন্য ৭ হাজার ডোজ কোভিড -১৯ এর টিকা (সিনোফার্ম) পৌছেছে। সুরক্ষা এ্যাপস (www.shurokkha.go.bd) রেজিস্ট্রেশনপূর্বক টিকা গ্রহন করতে পারবেন।

তিনি আরো জানান বিদেশগামীরা আমি প্রবাসী (www.amiprobashi.com) এ্যাপস এ রেজিস্ট্রেশনপূর্বক টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

দোহার-নবাবগঞ্জ এর অভিভাবক জনাব সালমান ফজলুর রহমান এম.পি মহোদয় নবাবগঞ্জ উপজেলার সর্বসাধারণের টিকা পাওয়ার ব্যাপারে আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম সালাউদ্দীন মনজু উপজেলাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, টিকা নিন, সুস্থ থাকুন। করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করুন।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com