জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন প্রায় ৬ লাখ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে।

সোমবার (৮ মে) রাত ১২টায় এ আবেদন শেষ হয়। এর আগে গত ৫ এপ্রিল অনলাইনে এ আবেদন কার্যক্রম শুরু হয়। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুন শুরু হবে।

এবার আবেদনের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে, ৮ মে বিকেল ৫টা পর্যন্ত তিনটি বিভাগ মিলে মোট আবেদনকারীর সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৬১৫ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৯৪ হাজার ২৭২ জন, মানবিকে ৩ লাখ ৭৮ হাজার ৩৫ জন এবং ব্যবসায় ৯৬ হাজার ৪৮৭ জন আবেদন করেছেন। অর্থাৎ সবচেয়ে বেশি আবেদন পড়েছে মানবিকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টা পর্যন্ত আবেদনকারীর সংখ্যা আরো কয়েক হাজার বাড়তে পারে।

এবার মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৬ দশমিক ৫ থাকতে এবং পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ প্রয়োজন হয়েছে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৭ এবং পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ প্রয়োজন হয়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে মোট আসন সংখ্যা প্রায় ৪ লাখ ৩৪ হাজার। এদের মধ্যে প্রতিবছর প্রায় ৪ লাখ আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হয়।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com