নওগাঁর  পোরশায় অন্যরকম শিশুর জন্ম যেন ভিন গ্রহের মানব

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

এনামুল হক, পোরশা, নওগাঁ।।

নওগাঁর পোরশা উপজেলার গবিড়াকুড়ি গ্রামে গত ১৯ই সেপ্টেম্বর ২০১৮ বুধবার বিকেলে এক অস্বাভাবিক বাচ্চার জন্ম হয়।

বাচ্চার নানা অাবুল কাশেম জানান, অামার বড় মেয়ে মোসাঃ জয়নুর বেগম কে প্রায় ১২ বছর অাগে একই উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কফিল উদ্দীন (টুনু) এর ছেলে মোঃ অালমের সাথে বিয়ে হয়।জয়নুরের ১০ বছরের মেয়ে ও ৫ বছরের একটি ছেলে রয়েছে। তারা স্বাভাবিক, তাদের শারীরিক কোন সমস্যা নেই।কিন্তু জয়নুর সর্বশেষ গত বুধবারে একটি ছেলে সন্তান প্রসব করেছে। বাচ্চাটি দেখতে ও শারীরিক গঠন অস্বাভাবিক। বাচ্চার চোখ ও মুখ অনেক বড় এবং রক্তের মত লাল, মুখ মন্ডল সাদা। বাচ্চার কান নেই, নাক লেপা কিন্তু সামান্য ছিদ্র রয়েছে, হাত ও পায়ের পাতা জোড়া লাগানো এবং শারীরিক গঠন স্বাভাবিক বাচ্চার মত নয়।

প্রসবের সময় বাচ্চাটির ওজন প্রায় দুই কেজি ছিলো এবং ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুধুই কান্না করে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


এ বিষয়ে আরো সংবাদ

Categories

%d bloggers like this:
%d bloggers like this: