ধর্ষণের অভিযোগে হাতেনাতে আটকের পর ছেড়ে দিলেন বিএনপি নেতা

শেরপুর প্রতিনিধি
সোমবার, ৩০ জুন, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

শেরপুরের নালিতাবাড়িতে মানসিক ভারসাম্যহীন এক যুবতী ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে হাতেনাতে আটকের পর চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

এ ঘটনায় সবশেষ শনিবার (২৮ জুন) থানায় নালিতাবাড়ি থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের বারমারি বাজারে এই ঘটনা ঘটে। তবে সম্প্রতি সময়ে বিষয়টি জানাজানির পর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক জালাল (৩৫) মিয়াকে হাতে নাতে আটক করা হলেও তাকে চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ফারুক আহমেদ।

ফারুক আহমেদ পুড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত দুই মাস আগে ওই মানসিক ভারসাম্যহীন যুবতী (২৫) বারমারি বাজারে আসে। তার পরিচয় কেউ জানতেন না। বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় রাতযাপন করে আসছিল। গত বৃহস্পতিবার রাত ২টায় জালাল মিয়া (৩৫) নামে এক যুবক বাজারে এসে ওই যুবতীকে ধর্ষণ করে। এ সময় বাজারের পাহারাদাররা  জালাল মিয়াকে হাতেনাতে আটক করে।  এ সময় পুড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এসে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। অভিযুক্ত যুবক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার কারণে কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে শনিবার রাতে ভুক্তভোগীকে থানা হেফাজতে নেয় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, পরিস্থিতি অনুযায়ী তাকে ছেড়ে যাওয়া দেওয়া হয়েছিল। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ