উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২৪০টি কেন্দ্রে অংশ নেবে ৬২৩ কলেজের পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
তিনি জানান, যশোর শিক্ষাবোর্ডের ২৪০ টি কেন্দ্রের মধ্যে খুলনা জেলার ৪৬ কেন্দ্রে অংশ নেবেন ১১১ কলেজের পরীক্ষার্থী, যশোরের ৫০ কেন্দ্রে অংশ নেবেন ১১৬ কলেজের পরীক্ষার্থী, বাগেরহাটের ২১ কেন্দ্রে অংশ নেবে ৪৯ কলেজের পরীক্ষার্থীরা, সাতক্ষীরার ২৩টি কেন্দ্রে অংশ নেবেন ৭৪ কলেজের পরীক্ষার্থীরা, কুষ্টিয়ার ২৩ কেন্দ্রে অংশ নেবেন ৭৯ কলেজের পরীক্ষার্থীরা।
এছাড়া, চুয়াডাঙ্গার ১২ কেন্দ্রে অংশ নেবেন ২৪ কলেজের পরীক্ষার্থীরা, মেহেরপুরের ৭ কেন্দ্রে অংশ নেবেন ২২ কলেজের পরীক্ষার্থীরা, নড়াইলের ১১ কেন্দ্রে অংশ নেবেন ২৪ কলেজের পরীক্ষার্থীরা, ঝিনাইদহের ২৭ কেন্দ্রে অংশ নেবেন ৮৫ কলেজের পরীক্ষার্থীরা ও মাগুরার ২০ কেন্দ্রে অংশ নেবে ৩৯ কলেজের পরীক্ষার্থীরা।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্র সচিবদের যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে।
You must be logged in to post a comment.