পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৫ মার্চ, ২০১৯, ৬:৪৬ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি।।

 

দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন ১০নং হরিরামপুর ইউনিয়নের মৌলভীরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ২জন শিক্ষক দিয়ে ছয়টি শ্রেণীর ২৬৫জন শিক্ষার্থীর পাঠদান চলছে । দীর্ঘ এক বছর যাবৎ এ অবস্থা বিরাজ করায় এতে চরমভাবে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।

সরেজমিনে ও বিদ্যালয় সূত্র জানা যায়, যেখানে প্রতিষ্ঠানে ৫জন শিক্ষকের পদ রয়েছে, সেখানে প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকসহ মাত্র ২জন কর্মরত আছেন। এর আগে ৪ জন শিক্ষক কর্মরত থাকলেও দায়িত্বে অবহেলা, সে¦চ্ছাচারিতা ও অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়লে ২০১৭ইং সনের মার্চ মাসে ২জন শিক্ষককে অন্যত্র বদলি করা হয়।

পরে কুড়িগ্রাম জেলা থেকে ২০১৮ইং সনের এপ্রিল মাসে ১জন শিক্ষিকাকে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে ওই বছরের সেপ্টেম্বর নাগাত কুড়িগ্রামের সকল প্যানেল শিক্ষককে নিজ জেলায় প্রত্যাহারও করা হয়।

ফের পূর্বের অবস্থায় চলে আসে।  শিক্ষক সংকট নিরসনের প্রতিকার মিলে না ওই প্রতিষ্ঠানের কপালে। এরপর দিনে পর দিন কেবল ২জন শিক্ষক দিয়ে ২৬৫জন ছাত্র/ছাত্রীর প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান চলমান রয়েছে। এ অবস্থার পরিত্রান চান, তা না হলে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলে মনে করেন অভিভাবকগণ ও সুশীল সমাজ। মৌলভীরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান বলেন, শিক্ষক স্বল্পতার কথা বারবার জানানো হলে ও কাজের কাজ কিছুই হয়নি।

অফিশিয়াল কাজ, উপবৃত্তি, শিশু জরিপ, স্বুল ফিডিং কর্মসূচির বিস্কুটের হিসাব প্রতিদিন হালনাগাদসহ ছয়টি শ্রেণীর পাঠদান সামলানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ওই বিদ্যালয়ের শিক্ষক সংকটের কথা স্বীকার করে বলেন, বিষয়টি অবগত আছি। নতুন শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে।

 

অন্যদৃষ্টি/মানিক

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com