নওগাঁয় বিজিবির অভিযানে শিক্ষক ও ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারী শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭:২১ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদক ও মাদক প্রক্রিয়াজাতকরণের সরঞ্জামাদীসহ মাদ্রাসা শিক্ষক ও ইউপি সদস্যসহ ৪জন মাদক চোরাকারবারী আটক করে ভ্রামমান আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হামিদ উদ্দিন পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত চোরাকারবারীরা চোরাচালানের মাধ্যমে ভারত হতে মাদক দ্রব্য নিয়ে আসার পর  প্রক্রিয়াজাতের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার তপন কুমারের নেতৃত্বে নিয়মিত টহল দল ভারতীয় সীমান্ত পিলার ২৭৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার রূপনারায়ানপুর গ্রামের ওয়াজ মিয়ার ছেলে ওয়াহেদুল ইসলাম ভুন্ডুল (২৬) এর বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক ও মাদক প্রক্রিয়াজাত করণের সরঞ্জামাদীসহ ৪জন মাদক কারবারীকে আটক করে।

আটককৃত অন্যান্যরা হলেন, জয়পুরহাট জেলার জয়পুরহাট সদরের দৌগাছি ইউনিয়ন পরিষদের সদস্য মৃত হাজি কমেজ উদ্দিনের ছেলে শাহাদুল ইসলাম (৪৫), জয়পুরহাট উপজেলার পেঁচুলিয়া (বোর্ড ঘর) গ্রামের মৃত বদিউজ্জামান মন্ডলের ছেলে মুজাহিদপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন সবুজ (৪৬), একই গ্রামের লোকমান আলীর ছেলে পোল্ট্রি ফার্ম মালিক আনিছুর রহমান (৪১) ও মৃত মোখলেছুর রহমানের ছেলে কৃষক গোলাম রব্বানী (৪৬)।

তিনি আরো জানান, আটককৃতদের ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায় কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দৌগাছি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর তিন জনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে সন্ধ্যায় তাদের প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com