আবদুল মান্নান এর কবিতা “চুল কেটে”

আবদুল মান্নান
বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ন

চুল কেটে শিক্ষাগুরু

-আবদুল মান্নান

——————————————————————

চুল কেটে শিক্ষাগুরু

শ্রীঘরে বন্দি!

শিক্ষাকে ধ্বংস করতে

করছে তারা সন্ধি!

 

ঘুসি মেরে শিক্ষাগুরুর

ভেঙ্গে দিল দাঁত!

ন্যায় নীতি দীক্ষা দিলে

গুরুর দিন হয় রাত!

 

লাথি মেরে দিল ফেলে

আজব শিক্ষা অফিসার!

শিক্ষকদের সুযোগ পেলে

করে সবাই অবিচার!

 

বখাটে টাইপের চুল কেটে

শিক্ষিকা হয় বরখাস্ত!

আন্দোলনের রং মিশিয়ে

সম্মান করে বিবস্ত্র।

 

ঠুনকো দোষে শিক্ষক আজ

হচ্ছে অভিযুক্ত!

চক্রান্তের জাল থেকে

করবেন মালিক মুক্ত।

 

আদব শিক্ষা যে সমাজে

হবে অপরাধ!

কুলাঙ্গাররা শিক্ষকদের

দেবে অপবাদ!

 

কালুর ছেলে সোনা মিয়া

যাক হয়ে যাক নষ্ট!

সোনার নষ্টে শিক্ষক তুমি

পেয়ো না আর কষ্ট!

 

এই সমাজের আজব জাতি

বুঝেনা তোমার মান।

সুযোগ বুঝে ইজ্জত তোমার

করে তারা খান!

 

যে শিক্ষায় আদবেরই

লাঠি থাকে অন্ধ!

সভ্য জাতি গঠনের পথ

হয়ে গেল বন্ধ।

 

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com