বিপদে বাংলাদেশ। ঘুরে যাচ্ছে ম্যাচের মোড়। দ্রুত তিন উইকেট হারিয়ে নিয়ন্ত্রণ হাতছাড়া করে ফেলেছে টাইগাররা। ১ উইকেটে ১০০ থেকে, স্কোর এখন ৮ উইকেটে ১০৫।
২৪৪ রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়ে জয়ের পথেই ছুটছিল বাংলাদেশ। সবকিছু ঠিকই ছিল। তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে দলকে পৌঁছে দেন তিন অংকে।
তিন অংকে পৌঁছে দিয়েই ফেরেন শান্ত। তামিমের সাথে গড়া ৭১ বলে ৭১ রানের জুটি ভেঙে ফেরেন রান আউট হয়ে। শেষ হয় তার ২৬ বলে ২৫ রানের ইনিংস।
এরপরই শুরু হয় বিপর্যয়। চারে নেমে ৪ বল খেলেই হাসারাঙ্গার ফাঁদে পড়েন লিটন দাস, খুলতে পারেননি রানের খাতা। একই ওভারে থিতু হওয়া তামিমকেও ফেরান হাসারাঙ্গা।
কুশল মেন্ডিসের দারুণ ক্যাচে আটকা পড়েন তামিম। তার সুন্দর ইনিংসটা শেষ হয় ৯ চার ১ ছক্কায় ৬১ বলে ৬২ রানে। সেই ধাক্কা সামলে উঠার আগেই এবার উইকেট তুলে নেন কামিন্দু মেন্ডিস।
তাওহীদ হৃদয়কে কামিন্দু ফেরান ৪ বলে ১ রানেই। আর ২০তম ওভারে ফের বোলিংয়ে এসে মেহেদী মিরাজকে তুলে নেন হাসারাঙ্গা। রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
এরপর জোড়া আঘাত আনেন কামিন্দু। তানজিদ তামিম ১ ও তাসকিন আহমেদকে ফেরালেন ০ রানে।
মাত্র ২৮ বলের মাঝে মাত্র ৫ রানের বিনিময়ে ৭ উইকেট হারিয়ে হারের দুয়ারে এখন বাংলাদেশ। সব মিলিয়ে দলের সংগ্রহ এখন ২১ ওভারে ৮ উইকেটে ১০৫ রান।
You must be logged in to post a comment.