ইজাবুল হকের কবিতা-

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১, ৯:১৬ অপরাহ্ন
ইজাবুল হক

গাঁয়ের বধুয়া

ইজাবুল হক

———————————————————–

অবারিত কাঠফাটা

ভূ-ভূক্ষ জমিনের বক্ষে

মন মনোহর হলুদের

উল্লাসিত সাগর, হৃদয়ে

বাঁধ ভাঙ্গা ঢেউ তুলে যায়!

যায় প্রকৃতি প্রেমিদের

রিক্ত হৃদয়ে

শিক্ততার তুফান তুলে!

ধূঁসর ক্লান্তিরা উড়ে চলে গগণে

ধ্যানের অন্বেষণে মরিচিকাময়!

ঐ খানেতে রান্না করে

লাউ চিংড়ে ধঁনেপাতা

সাথে দেয় লাল টুকটুক টমেটা

কাঠের পিরিতে বসে

গাঁয়ের বধুয়া মাটির চুলই!

পাশে বসে হলুদ গাদা

পূবালী বাতাসে সুবাস বিলায়

মেহেদি গাছটা ছাঁয়া ফেলে যায়

দক্ষিণা পবন হিংসে করে

ধোঁয়া তুলে বধুর চোখে অশ্রু ঝরায়!

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com