রাতের আঁধারে সরকারী খাসজমি থেকে মাটি বিক্রি

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ন

শরীয়তপুর সদর উপজেলা চিকন্দী ইউনিয়নের উত্তরশৌলা গ্রামে বাচ্চু সরদারের বাড়ী সংলগ্ন সরকারী খাসজমি থেকে ভেকু মেশিন ব্যাবহার করে রাতের আঁধারে মাটি বিক্রি করছে, স্থানীয় ভুমি-দ্যসু ও একটি কু-চক্র মহল।

চিকন্দী ইউনিয়ন ভুমি অফিস ও স্থানীয় সুত্রে জান যায় যে, ২৮নং উত্তরশৌলা মৌজার এস-এ ৭৯৩ বি-অর এস ২০৩৯-২০৪০ নং দাগের ৩৭ শতাংশ জমির মালিক বাংলাদেশ সরকার বাহাদুর। আর ওই জমির মাটি কেটে বিক্রি করছেন তুলাসার ইউনিয়নের আয়নাল হক বেপরীর ছেলে মোঃ লালমিয়া বেপারী, মৃত্ রমিজ খানের ছেলে মোদাচ্ছের হোসন খান, মৃত্ তমিজ খানের ছেলে মামুন খান ও কামাল সরদার গং ব্যক্তিরা ।এ দিকে মাটি বিক্রিকারীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় ব্যাক্তিরা প্রতিবাদ করার সাহস পাচ্ছনা বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী,লীগের সভাপতি আজিজুল হক বাচ্চু সরদার বলেন রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে মাহিন্দ্রা যোগে ইট ভাটায় ও বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির কারনে আমদের ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্মাণাধীন বিভিন্ন পাকা সড়ক আজ ধ্বংশের পথে।

চিকন্দী ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হেসেন মাদবর বলেন, যেই জমি থেকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করছে ওই জমির পাশের জমি আমি চাষাবাদ করি মাটি কেটে নিয়ে যাওয়ার কারণে ফসলি জমিটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে ।

এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা চান মোহাম্মদ নিজের দায়ীত্ব এরিয়ে গিয়ে বলেন, রাতের আঁধারে মাটি কেটে নিয়ে গেলে আমি কি, করবো বিষয়টি উপজেলা সহকারি কমিশনার(ভূমি)কর্মকর্তা কে জানান।

এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)কর্মকর্তার সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন বিষয়টি আমি দেখছি।

এ ব্যাপারে অভিযুক্ত লালমিয়া বেপারীর কাছে সরকারি খাসজমির মাটি বিক্রির বিষয়টি জানতে চাইলে প্রতিবেদকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকরে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com