কবি ইকবাল হাসান’র মহা প্রস্থান

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১:৩৯ অপরাহ্ন

প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান আর নেই। বুধবার বিকেল ৫.৩০ মিনিটে টরেন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

খ্যাতিনামা এই কবি অসংখ্য সৃষ্টিশীল কাজ করে গেছেন। তাঁর কবিতা-গল্প-প্রবন্ধ দু-বাংলার সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তিনি অসাম্প্রদায়িক চেতনা-স্বাধীনতা-মুক্তিযুদ্ধ এবং মুক্তবুদ্ধির প্রতি আমৃত্যু শ্রদ্ধাশীল ছিলেন।

বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসান-এর মৃত্যুতে কানাডা প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের লেখক এবং সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সংগঠন শোক ও সমবেদনা জানাচ্ছেন। কবির নামাজে জানাজার সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com