শরীয়তপুরে তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

আব্দুল বারেক ভূঁইয়া
বুধবার, ৯ মার্চ, ২০২২, ১১:২৫ পূর্বাহ্ন

শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে বোতলজাত তেল মজুত করে তা বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় পালং বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এসময় মান্নান স্টোরসহ তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। এছাড়া দোকান মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং আগের নির্ধারিত দামে বোতলজাত তেল ভোক্তাদের মাঝে বিক্রি করার ব্যবস্থা করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, শরীয়তপুর সদর উপজেলার প্রধান পালং বাজারে বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে গোডাউনের তেল নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com