জামায়াত নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে ব্রিজ মেরামত

ঝালকাঠি প্রতিনিধি
বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

কাঁঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের হাসপাতাল রোড এলাকায় আজ বুধবার সকালে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। রাজনৈতিক কর্মসূচির বাইরে এসে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা সক্রিয় অংশ নেন ব্রীজ সংস্কার কাজে। ভাঙাচোরা ব্রিজটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করেন তারা।

নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দাদের মতামত, এটি শুধু একটি ব্রিজ মেরামত নয় এটি সমাজের প্রতি একটি সদিচ্ছার বার্তা।

কাঁঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের উপজেলা সাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) হাসপাতালে যাওয়ার ব্রিজটি জনসাধারণের চলাচলের অনুপযোগী ছিল। জমায়াতে ইসলামী আমুয়া ইউনিয়নের নেতৃত্বে সংগঠনের জনশক্তি ও এলাকাবাসীকে নিয়ে ব্রিজটি মেরামতের কাজ করেন।

কাঁঠালিয়া উপজেলা আমীর মাস্টার মো: মজিবুর রহমান জানান, র্দীঘদিন যাবত আমুয়া হাসপাতালে যাওয়ার ব্রিজটি জনসাধারনের চলাচলের অনুপোযোগী ছিল। আমাদের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সম্পূর্ন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ব্রিজটি কাঠদিয়ে মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তুলেছে। ফলে এই এলাকার সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।

তিনি বলেন, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পর্যায়ক্রমে কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকার আরো বেশ কয়েকটি সড়ক, সাঁকো ও রাস্তা জামায়াত কর্মীরা স্বেচ্ছা শ্রম দিয়ে মেরামত করে দিবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই ব্রিজটি ব্যবহারের অনুপোযোগী ছিল। আমাদের চলাফেরায় অনেক ভোগান্তি পোহাতে হতো বিশেষ করে রাতের বেলায় চলাফেরা করা খুবই কঠিন ছিল। জামায়াতে ইসলামীর লোকেরা এই ব্রিজটি মেরামত করে দেয়ায় এলাকবাসীরা খুবই উপকৃত হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাস্টার মো: মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক সাইদুর রহমান, আমুয়া ইউনিয়ন আমির মাস্টার মো: আব্দুর রহিমসহ জামায়াতের শতাধিক নেতাকর্মী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ