জবিতে ছাত্রলীগের হামলায় ৪ সাংবাদিক আহত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৮ জুলাই, ২০১৮, ১১:০৪ অপরাহ্ন

জবি প্রতিনিধি।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিপীড়ন বিরোধী প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এসময় সংবাদ সংগ্রহে যাওয়া চার সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অভিযোগ ছাত্রলীগ এ হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে প্রতিগতিশীল ছাত্রজোট ব্যানারে আজ দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বক্তব্য দিচ্ছিলেন। এসময় ছাত্রলীগ এসে হামলা চালায়।

হামলায় ছাত্রলীগ কর্মী অ্যাকাউন্টিং নবম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ, গণিত বিভাগের ১১ তম ব্যাচের পরাগ, ইতিহাস বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী নূরে আলম নেতৃত্ব দেন।

এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকেরর ওপরও তাঁরা হামলা চালায়। হামলায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লতিফুল ইসলাম ও আমার সংবাদের আসলাম অর্ককে  ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এছাড়া জবি সাংবাদিক সমিতির সহসভাপতি সামি সরকার, ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আহসান জোবায়ের ও ডেইলি সান পত্রিকার  সাংবাদিক কবির হোসেন আহত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে জবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে। প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com