চিরিরবন্দরে জাতীয় ভোটার দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১ মার্চ, ২০১৯, ৭:৩৬ অপরাহ্ন

মো: মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) ||

ভোটার হবো, ভোট দেব, এ শ্লোগানকে সামনে রেখে চিরিরবন্দরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বর্ণাট্য র‌্যালি ও আলোচনার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের উদ্যোগে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মালেক ।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী।

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান। উপজেলা শিক্ষা অফিসার এম,জি,এম সারোয়ার হোসেন। চিরিরবন্দর রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো: গোলাম ফারুক খান, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মো: ওবায়দুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মোছাদ্দেক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মতিয়ার রহমান সিদ্দিকি, উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মো: আব্দুল জব্বার প্রমুখ।

সভায় বক্তারা ভোটার হওয়া ও ভোট দেওয়ার নিয়ম সহ নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এতে অংশগ্রহন করেন শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

 

অন্যদৃষ্টি/ মানিক

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com