গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

রাজশাহী প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৯ পূর্বাহ্ন

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন নিয়ে আতংকের পাশাপাশি পৌর এলাকার উৎসব মুখর পরিবেশে তৈরি হয়েছিল। কে কে প্রার্থী বিষয়টি নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা ছিল।

সোমবার (১৩ সেপ্টেম্বর) শেষ খবর পাওয়া পর্যন্ত আনুমানিক সকাল দশটা সাবেক মেয়র জামায়াতের সদ্য হিস্কৃত নেতা,  মোহাম্মদ আমিনুল ইসলামের মনোনয়ন পত্র জমা দেন, বেলা ১২,৪৫ মিনিটে গত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া (রুলু) মনোনয়নপত্র জমা দেন,এরপরেই প্রয়াত মেয়র মনিরুল ইসলামের স্ত্রী মোসাঃ জান্নাতুন ফেরদৌস স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস দুপুর ৩ টার  দিকে মনোনয়নপত্র জমা দিতেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল আলম মনোনয়ন জমা দিয়ে মহিশালবাড়ী গোরস্থানে এসে প্রায়ত মেয়র মনিরুল ইসলাম বাবু কবর জিয়ারত করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুল ইসলাম বাবু দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। কিন্তু চলতি বছরের ২১ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণায় হেলথে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। তারপর থেকেই গোদাগাড়ী মেয়র পদটি শূন্য হয়ে।

গোদাগাড়ী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর এবং প্রত্যাহার করার শেষ সময় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ৭ অক্টোবর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com