আফগানদের বিপক্ষে সাদা বলের সিরিজে সাকিব

ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১০:২১ অপরাহ্ন

ডান হাতের আঙুলের ইনজুরিতে পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে খেলা হবে না তার।

তবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজে সাকিবকে পাওয়ার আশার কথা জানিয়েছে বিসিবি।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মাঠে গড়াবে ১৪ জুন। এরপর ভারতে সফরে যাবেন রশিদ খান, হাসমতউল্লাহ শাহেদিরা। ওই সিরিজ শেষ করে ৫ জুলাই সাদা বলের সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সাদা বলের সিরিজে সাকিবকে পাওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘সাকিব বিশ্রাম চায় কিনা এমন কোন আলোচনা হয়নি। ইনজুরি থেকে ছয় সপ্তাহ লাগবে তার সেরা উঠতে, টেস্ট সিরিজ সে মিস করবে। ওয়ানডে সিরিজের আগে যেহেতু কিছু সময় আছে, ঈদুল আযহার পরে ম্যাচ হবে, আমরা আশা করছি সে ওয়ানডে দলে ফিরবে।’

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com