পিরোজপুরের মঠবাড়িয়ায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১১নম্বর বড় মছুয়া নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ১৫ জন নারী কর্মী ও ৪ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের মোট ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বড় মাছুয়া বটতলা এলাকায় স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক শেফালী বেগম নামে এক নারী কর্মীর অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

হাসপাতাল স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে উপজেলার ১১নম্বর বড় মাছুয়া ইউপির বটতলা গ্রামে সতন্ত্র বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদারের নারী সমর্থকরা প্রচার চালাতে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা হামলা চালায। এতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১৫ জন নারী কর্মী উভয় পক্ষের মোট ১৭জন আহত হন। এ সময় উভয় পক্ষের ইট পাচকেল নিক্ষেপে ৪ পুলিশ সদস্য আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্থান্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- এএসআই সোহেল (৪৫), কনস্টেবল সিমান্ত (২৪), আব্দুস ছালাম (২৩), রেজবী(২৬), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক শাহজাহান (৫৫), শেফালী (৫০), নিলুফা (৫০), আয়শা বেগম (৪৫), হেলেনা (৩৯), রুনু বেগম (৪২), সুরমা বেগম (৪৩), আছমা বেগম (৩০), বিলকিছ (৩০), শিলা (১৯), বকুল বেগম (৪৫), খাদিজা বেগম (৩০),শাহবানু (৬৫), জাহানুর (৩৫), মমতাজ (৩৩), মুন্নি বেগম (৩০), ফোরকান (৪০)।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম বাদল বলেন, এ হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com