কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

রাশেদুজ্জামান রিমন
বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৮:১৭ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মিঠু শেখকে (২৪) হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী। নিহত মিঠু শেখ (২৪) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তেতুলিয়া গ্রামের হাশেম শেখের ছেলে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সিকাড়া গ্রামের সাইফুর রহমানের সৌরভ মিয়া (৩৬), একই উপজেলার তেতুলিয়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার চজেলে জিল্লুর রহমান, দলিল উদ্দিনের ছেলে তারেক শেখ ও মাহফুজুর রহমানের ছেলে জাহিদ খাঁ।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি সৌরভ পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মিঠু শেখকে পূর্বপরিকল্পিতভাবে ঘাড় কেটে নির্মমভাবে হত্যা করে আসামিরা। ২০১১ সালের ৩১ অক্টোবর বিকাল ৪টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদীপুর ইউনিয়নের গোবিন্দপুরচরে গ্রামের পদ্মা নদীর পাড় থেকে মিঠুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৩১ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায়  সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৪ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com