জামালপুরের সরিষাবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ফরিদুল কবির তালুকদার শামীম অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর রাজনৈতিক ভাবম‚র্তি নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, দলের দুঃসময়ে তিনি মাঠে থেকে প্রতিটি কেন্দ্রীয় কর্মস‚চি বাস্তবায়ন করেছেন এবং হামলা-নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে থেকেছেন। দুই শতাধিক মামলা ও অসংখ্য হামলার পরও তিনি তৃণম‚ল বিএনপিকে শক্তিশালী রাখতে কাজ করে যাচ্ছেন।
এসময় তিনি যমুনা সার কারখানার সঙ্গে সংশ্লিষ্ট আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডের নামে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ ছড়ানো হয়েছে তা সম্প‚র্ণ ভিত্তিহীন। ফরিদুল কবির তালুকদার শামীম অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, রাজনৈতিকভাবে হেয় করার এসব চেষ্টা সফল হবে না।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.