পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে কয়লা খালাশ শুরু

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৯:০১ অপরাহ্ন

খিজিরুল ইসলাম (ফরিদ)।।

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে পটুয়াখালী জেলার সকল রুটের অভ্যন্তরীণ ও দুরপাল্লার বাস ও নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছেন (৪ এপ্রিল পর্যন্ত)।

পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী এই নির্দেশনা জারি করেন ।এই সংকট কাটিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে কয়লা নিয়ে এমভি সিসো ট্রিনিটি নামে জাহাজ থেকে ২২ হাজার ২২০ মেট্রিকটন কয়লা খালাশের কাজ চলছে ।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে করোনা সুরক্ষা মেনে কয়লা খালাশের কাজ শুরু হয়। কলাপাড়ার ধানখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটি থেকে এ পরিমান কয়লা খালাশের কাজ চলমান রয়েছে ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার করোনা ভাইরাস সম্পর্কে  সতর্ক থাকার জন্য বলা হচ্ছে ।

জাহাজটি সোমবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়ছে । এই জাহাজে ক্রুসহ ২২ জন কর্মচারী রয়েছেন । জাহাজটি শিপিং এজেন্ট বীকন সিট্রান্স লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদারের নির্দেশনায় ডাঃ সায়মা সুলতানা সোমবার জাহাজটিতে গিয়ে ক্রুসহ সকল বিদেশীয় স্বাস্থ্য পরীক্ষার কাজ সম্পন্ন করেছেন । নির্ভরযোগ্য সুত্রমতে আগামীকাল, বুধবার কয়লা খালাশের কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com