১১ ডিসেম্বর ২০১৯ || বুধবার || ১১:১৪ পূর্বাহ্ন
মানিক, চিরিরবন্দর, দিনাজপুর।।
চিরিরবন্দরে ডলার কিনতে এসে প্রতারক চক্রের হাতে প্রতারনার শিকার হয়েছেন বাদশা নামে এক ব্যাক্তি। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দিনাজপুর কোতয়ালী সদর থানার কারেঙ্গাতলী লক্ষীতলা বাজারের বাদশা আলী ঢাকায় গার্মেন্টসের চাকুরী করে। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ছুটি পেয়ে ১১/০৮/২০১৯ইং তারিখে দিনাজপুরে নিজ বাড়ীতে আসে।
ঐ দিন বিকাল ৩ টার সময় চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর চারজামাত গ্রামে ভায়রা আরফিন এর বাসায় আসে। বিকালে ভায়রাসহ শান্তির বাজারে চা খাওয়ার জন্য গেলে আনোয়ার হোসেন (৩৫) আব্দুর রহিম (৩০) এর সঙ্গে পরিচয় হয়। আনোয়ার হোসেন ও আব্দুর রহিম বাদশাকে সাইটে ডাকে নিয়ে বলে কিছু দিন আগে আমরা ৮৫,০০০/- হাজার ডলার কুড়াইয়া পাইছি। ডলার গুলো বিক্রি করব।
সেই ডলার কেনার জন্য তাকে ফাদে ফেলে। এক ডলার দুইটি, পাঁচ ডলরার দুইটি এবং দশ ডলার একটি স্যাম্বল হিসেবে প্রদান করে। সেগুলো নিয়ে যাচাই করে দেখে প্রকৃত ডলার প্রতীয়মান হওয়ায় বাকি ডলার গুলো বাদশাহ ক্রয় করতে চাইলে তারা বাদশাহর কাছ থেকে ১,২০,০০০/- হাজার টাকা চায়। তখন তিনটি গরু বিক্রয় করে ৭৯,০০০/- হাজার টাকা, চাকুরীর জমানো ৪১,০০০/- হাজার টাকা মোট ১,২০,০০০/- হাজার টাকা আনোয়ার ও আ: রহিমের নিকট তার নিজ বাড়ীতে ১৫/০৮/২০১৯ ইং তারিখ দুপুরে আনুমানিক ১২.৩০ মি. দেয়। কিছুক্ষন পর আনোয়ার আ: রহিমকে বলে যে, আবুল কালাম লক্ষীতলা আমবাগানে ডলার নিয়ে অবস্থান করছে। কথা মতো বাদশা ও তার ভায়রা আরফিন লক্ষীতলা আমবাগানে যায় বহু সময় অপেক্ষা করে। কথা মত ডলার না দেওয়ায় প্রতারক চক্র বাদশাহকে ভয়ভীতি হুমকি দিয়া চলে যায়।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার এ.এস.আই শামীমের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
© All rights reserved © 2017 onnodristy.com
Leave a Reply
You must be logged in to post a comment.