১৩ ডিসেম্বর ২০১৯ || শুক্রবার || ০৫:১৪ অপরাহ্ন
মো: মানিক, দিনাজপুর থেকে ।।
দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম (৫৫) নামে একজন পথচারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল বাজারের সামনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম বেকীপুল বাজার থেকে বাড়ি যাওয়ার পথে হাইওয়ে মহাসড়ক পারাপারের সময় বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোড়ে ধাক্কা দিলে মাথায় গুরুত্বর ভাবে জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জাহিদুল ইসলাম চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের মৃত আহসান আলীর ছেলে বলে জানা গেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জি.এম শামসুর নুর ।
অন্যদৃষ্টি/০১/০৪/২০১৯/মানিক
© All rights reserved © 2017 onnodristy.com
Leave a Reply
You must be logged in to post a comment.