১৬ ফেব্রুয়ারী ২০১৯ || শনিবার || ০৮:১২ পূর্বাহ্ন
বর্ণিল ফাগুন
মইনুল হোসাইন।।
কঁচি পাতায় সবুজের ঢেউ ,
কৃষ্ণচূড়ায় আগুন ৷
বর্ণিল ফুলের লাল গালিচায় ,
এলো রে আজ ফাগুন ৷
শিমুল ফুলে নাচে ভ্রমর ,
হলদে পাখির নরম ঠৌঁট ৷
কাঁঠবিড়ালীর লাফালাফি ,
ডালে ডালে দেয় যে ছুট ৷
সোনালু গাছ হলুদ সাজে ,
হলদে পরী বুঝি ৷
হলদে গাঁদার হাসির মাঝে ,
ফাগুন কে পাই খুঁজি ৷
মনটা আজ নাচেরে বেশ ,
আম্র মুকুল ঘ্রাণে ৷
দোয়েলের শিষ কোকিলের গান ,
দোলা দেয় যে প্রাণে ৷
ভরা জোসনা স্নান করে ,
পলাশ ফুলের গায় ৷
টুনটুনিরা পাতার ফাঁকে ,
লাফায় কুটি পায় ৷
কঁচি ধানে লাগে নাচন ,
ফিন ফিনে বাতাসে ৷
ভাবুক কবি কাব্য খোঁজে ,
মেঘহীন নীল আকাশে ৷
নারকেল পাতা সুরে নাচে ,
ছন্দ বিলায় সমীরণ ৷
মনে আজ বাসন্তি রঙ ,
ভালবাসার শিহরণ ৷