১৬ ফেব্রুয়ারী ২০১৯ || শনিবার || ০৮:১৫ পূর্বাহ্ন
মোহাম্মদ মানিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।।
দিনাজপুর-রংপুর মহাসড়ক চিরিরবন্দরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে তফিকুল ইসলাম (৩৫) এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ই ফেব্রুয়ারী’১৯ দুপুর ১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের ইছামতি কলেজ মোড়ে ব্রীজের সামনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গরু ব্যবসায়ী তফিকুল ইসলাম নসিমন যোগে আমবাড়ি হতে রাণীরবন্দর হাট আসার পথে ইছামতি কলেজ মোড় ব্রীজের সামনে এসে পৌছায়। নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে পড়ে গেলে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তফিকুল ইসলাম পার্বতীপুর উপজেলার যশাই হাট এলাকার দূর্গাপুর গ্রামের মমতাজ আলীর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জি.এম শামসুর নুর জানান, নিহত গরুর ব্যবসায়ীর কাছ হতে নগদ ১ লক্ষ ৪৮ হাজার ২১০ টাকা পাওয়া গেছে।
অন্যদৃষ্টি/এলিস হক