২৫ আমেরিকানের প্রবেশাধিকারে রাশিয়া না

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে, ওয়াশিংটনের ক্রমবর্ধমান রুশ-বিরোধী নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ার জেরে আরও ২৫ মার্কিন নাগরিককে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রাশিয়ার নতুন কালো তালিকাভুক্তরা হওয়াদের মধ্যে পড়েছে মার্কিন কংগ্রেসের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো সহ বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মস্কো আমেরিকান কর্তৃপক্ষের শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতি দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে। তারা রুসোফোবিক কোর্স চালিয়ে যাচ্ছে যা আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক ধ্বংস করে এবং দুই দেশের মধ্যে সংঘর্ষ বাড়িয়ে দেয়।’

এর আগেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ মোট ১০৭৩ আমেরিকানকের উপর নিষেধাজ্ঞার জারি করে মস্কো। ফলে রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না তারা।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com