সিরিয়ার তথাকথিত সরকারের প্রধান আবু মুহাম্মদ জোলানি এক সরকারি সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। তিনি সেখানে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সম্মেলন “ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ”-এ অংশগ্রহণ করবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জোলানি রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন। সিরীয় সূত্রগুলো জানিয়েছে, তিনি সম্মেলনে ভাষণও দেবেন।
রাশিয়ায় কনস্যুলার কার্যক্রম পুনরায় চালু করবে সিরিয়া
জুলানির সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের একটি কারিগরী প্রতিনিধি দল কনস্যুলার ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালুর জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করতে রাশিয়ায় গেছে।
দক্ষিণ সিরিয়ায় জুলানি সরকারের নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলা
সিরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় আল-সুয়েইদা প্রদেশে জোলানি সরকারের বাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহী ও সশস্ত্র দলগুলো “আল-মাতুনা” নামের ওই চৌকিতে মর্টার ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এখনো হতাহত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বর্তমানে আল-সুয়েইদার বিভিন্ন এলাকায় সংঘর্ষ চলছে। এর আগে ১৩ জুলাই সেখানে সশস্ত্র বেদুইন উপজাতি ও ইসরায়েল-সমর্থিত দ্রুজ যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
দামেস্ক-সুয়েইদা সড়কে যাত্রীবাহী বাসে হামলা
একই সময়ে সিরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, দামেস্ক–সুয়েইদা মহাসড়কে এক যাত্রীবাহী বাসে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালায়, এতে দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
উত্তর সিরিয়ায় জুলানি-নিয়ন্ত্রিত গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
উত্তর সিরিয়ার স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আবু মুহাম্মদ জোলানি-নিয়ন্ত্রিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আলেপ্পোর উপকণ্ঠে “আতারেব” গ্রামে তীব্র সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের মূল কারণ ছিল প্রভাব বিস্তার ও বাণিজ্যিক রুটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব।
একই সঙ্গে পূর্ব সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশের “আল-কাসরা” এলাকায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এবং জুলানির অনুগত গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ের খবরও পাওয়া গেছে।
গোলান সীমান্তে ইসরায়েলি সামরিক তৎপরতা
দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই প্রদেশের উত্তরের তাল আহমার ও উফানিয়া গ্রামের দিকে অনুপ্রবেশ তৎপরতা চালাচ্ছে। এরিমধ্যে ইসরায়েলি সামরিক টহল দল তাল আহমার অঞ্চলের দিকে অগ্রসর হয়েছে।
এই তৎপরতা এমন এক সময় ঘটছে যখন সিরিয়া ও দখলকৃত গোলান সীমান্তে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং অঞ্চলটিতে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যদিও সিরীয় সরকার এখনো এই ঘটনাগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। -পার্সটুডে
You must be logged in to post a comment.