মিজান আহমেদ এর কবিতা

অন্যদৃষ্টি ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ৮:০২ অপরাহ্ন

পরান বন্ধু
মিজান আহমেদ

————————————————————————–

কত শত নামিদামী তারকার ভিড়ে
এ অধমেরও হয়েছে ঠায় তোমাদের নীড়ে!
সবে মিলে করেছো জাগরিত অতীতের
হারানো কতনা মধুময় বাল্য স্মৃতি,
নিজ প্রয়োজনে করেছি কতইনা জ্বালাতন;
তবুও হয়নি অভাব কখনো বন্ধুপ্রীতি!
সময়ে অসময়ে নিত্য করেছি স্মরণ
পেয়েছি সাড়া তৎক্ষণাৎ যেন মোরা কত আপন।
পৃথিবীর পিচ্ছিল ও বন্ধুর এ পথে
একা চলতে চলতে বড্ড ক্লান্ত দুটি চরণ,
নানা ঘাত-প্রতিঘাতে বা কথ্যবানে
হৃদয়ে হয়েছে বার বার বহু রক্তক্ষরণ!
তিক্ত জীবনের যখনি টানতে চেয়েছি ইতি
পারিনি ফিরিয়ে এনেছে তোমাদের বন্ধুপ্রীতি।
থেকেছো পাশে সাধ্যমত চরম দুর্দিনে,
কেমনে বল থাকি বন্ধু তোমরা হীনে!
যদিও দুর হতে বহুদুরে সকলেরই বসবাস,
তবু মনেহয় যেন কাঁধে বহিছে তব নি:শ্বাস।
থাকিলেও দূরে সহানুভূতির নাইকো অভাব,
থাকবেই বা কেন? এটাই তো আসলে বন্ধু-স্বভাব!
সিক্ত তোমাদের ভালোবাসা সমসিন্ধু
ছেড়ে দিওনা হাতটি কখনো ওগো বন্ধু।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com