পারভীনা খাতুন’র কবিতা- অবলা নারী

পারভীনা খাতুন
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ৮:৪১ পূর্বাহ্ন

অবলা নারী

তুমি স্ত্রীরূপে অভিশপ্ত নারী,
তোমার জাহান্নামী অট্টালিকায় বাড়ি।

তুমি রুপসীনি সুভাষিণী সুকেশিনী নারী,
তাই মোহিত করেছিলে ক্ষণিকের তরে,
ছন্মবেশী জৌলুশ বাজ পুরুষটাকে।

এখন তুমি জানোকী তোমার পতি
থাকে কোন বাড়ি?
তোমার চন্দ্রমুখের মায়া ছাড়ি
মুনিয়ার মতো মেয়েদের রক্ষিতা করি।

সবই জানো তুমি,
তাইতো….
ক্রন্দনে ক্রন্দনে পার করো নিশি।
শত অত্যাচারে রহো গৃহবন্দী,
কেননা তুমি আবার স্বামী সোহাগী।

জানোতো-
পিতৃ-মাতৃহীন মুনিয়া ও ছিল খুব দুঃখী
উচ্চবিত্ত লম্পটের সান্নিধ্যে হতে চেয়েছিল সুখী,
চাউর আজ দুনিয়া মুনিয়া ভুক্তভোগী।

আমি পুরুষ-
এগুলো আমার বদমায়েশী
জানোতো??
পুরুষ কখনো হয় না পতিতা
পুরুষ কখনো হয় না ধর্ষিতা।
সামাজিকতা ঠিক রাখতে আনি স্ত্রী,
স্ত্রীর বঞ্চনা দিয়ে কামনায় মাতি।
ভালোবাসা আমার টাকার কাছে লুটি।
যৌন দুর্বৃত্তপনাটাই প্রবৃত্তি
সঙ্গসুখ লাভ করে করি ভন্ডামি!

আমার কোপানলে
নিঃস্ব হয়ে যায় কত মানবী।

ওগো ও নারী
তুমি কেনো বিনিয়োগ করো শরীরী?
অবলা নারী জানোতো পরিণতি?
তোমাকেই দিতে হয় আত্মহুতি!
তোমার প্রতি দায়বদ্ধতা হারিয়েছি আমরা
আমরা আজ বড়ই তোষামোদকারী।

ও কিশোরী সোনামণি লোভ ছাড়ি,
স্রষ্টার বিধান মানি,
নিজের জীবনটা লও গড়ি।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com