শিক্ষকদের ন্যায্য দাবী পূরণ করেন: সাংবাদিক ইলিয়াস

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

শিক্ষকরা জাতি গড়ার কারিগর, তাদেরকে সুযোগ-সুবিধা দিতে সমস্যা কোথায়?

বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের তিন দফা দাবীর আ’ন্দো’লন চলমান রয়েছে। একজন শিক্ষক মাত্র ১২৫০০/= টাকা বেতনে চাকরি করছে। সাথে ১০০০ টাকা বাড়িভাড়া এবং চিকিৎসা খরচ বাবদ ৫০০ টাকা দেওয়া হয়। তা থেকেও ১০% অবসর ও কল্যাণের জন্য কেটে নেওয়া হয়। তাহলে, সর্ব সাকুল্যে পাচ্ছে ১২৭৫০/= এতে কি একজনের সংসার চলে? দীর্ঘদিন ধরে শিক্ষকগণ জাতীয়করণের আন্দোলন করে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকার নানাভাবে হয়রানি করেছেন আমার শিক্ষকদের।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গত এপ্রিল মাসে আনুষ্ঠানিক আবেদন করার পর নানা সময়ে কূটনীতিক তৎপরতা বিদ্যমান রেখেছেন। গত আগস্টের ১৩ তারিখ প্রেস ক্লাবের শিক্ষক মহাসমাবেশ থেকে ২০% বাড়িভাড়া, ১৫০০/= মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা প্রদানের আশ্বাস পেলে শিক্ষকগণ কর্মসূচি স্থগিত করেন।

সরকার দাবী না মানায় গত ১২ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি ও বিদ্যালয়ে কর্মবিরতি পালন করে যাচ্ছেন।

সরকারের কাছে উদাত্ত আহ্বান, শিক্ষকদের ন্যায্য দাবী পূরণ করে শ্রেণি কক্ষে পাঠদান চলমান রাখার ব্যবস্থা করেন। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে ন্যায্য দাবী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ