শিক্ষকদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করুন: নাহিদ ইসলাম

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:২৩ পূর্বাহ্ন

জাতি গড়ার কারিগর শিক্ষকগণ বিগত ৯ দিন ধরে মাঠে যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছেন। প্রায় ১০০ জন শিক্ষক অনশন করছেন, তাদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে; শিক্ষকদের যৌক্তিক দাবির বিপরীতে এই পরিস্থিতি আমাদের কোনোভাবেই কাম্য নয়।

বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় শিক্ষকদের বেতন-ভাতা কোনোভাবেই যথেষ্ট নয়। একটি আদর্শ সমাজ গঠন ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য শিক্ষকদের মর্যাদাপূর্ণ বেতন কাঠামো আবশ্যক।

জাতীয় নাগরিক পার্টি শিক্ষকদের জন্য এরকম বেতন কাঠামো তৈরির বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষকদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান সাপেক্ষে স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করবে এবং সকল এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষা বৈষম্য কমিয়ে আনবে।

তবে আমরা মনে করি, আমাদের বা অন্য কারো রাষ্ট্রক্ষমতায় আসা পর্যন্ত শিক্ষকদের দাবি-দাওয়া অপূরণীয় থাকতে পারেনা। তাই, জননেতা নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির “শিক্ষা ও গবেষণা সেল” শুরু থেকে এই আন্দোলনের সাথে সমন্বয় করে রাজপথে শিক্ষকদের সাথে অবস্থান করছে।

আমরা চলমান আন্দোলনের দাবি (মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ৭৫% উৎসব ভাতা ও ১৫০০ টাকা মেডিকেল ভাতা) মেনে নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী এই দাবি পূরণ হলেও তা যথেষ্ট নয়, পরবর্তী সময়ে শিক্ষা খাতের বাজেট বৃদ্ধির মাধ্যমে মর্যাদাপূর্ণ বেতন কাঠামো তৈরি করাই হবে আগামী সরকারের কর্তব্য।

শিক্ষকদের ভোগান্তি ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত শিক্ষকদের সাথে আলোচনার ভিত্তিতে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির দাবী জানিয়েছেন জননেতা নাহিদ ইসলাম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ