এনটিভির বর্ষপূর্তিতে চয়নিকা চৌধুরীর ৪০০তম নাটক ‘গল্প নয়’

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৭:৩৪ অপরাহ্ন

বিনোদন ডেস্ক ।।

‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে চলতে চলতে সাফল্যের সঙ্গে ১৭ বছর পার করল বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। প্রতিষ্ঠানটি এখন আরো ঋদ্ধ, আরো প্রাণচঞ্চল ও আরো গণমুখী। আগামী ৩ জুলাই ১৮ বছরে পা রাখছে এনটিভি।

এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে প্রচার হবে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক ‘গল্প নয়’। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ করেছেন নির্মাতা।

আজ বৃহস্পতিবার বিকেলে মিডিয়াকে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমি করোনার মধ্যে শুটিং করার বিপক্ষে ছিলাম। তবে এনটিভি থেকে যখন আমাকে ফোন করে জানানো হলো যে আমার একটি নাটক নির্মাণ করতে হবে, তখন আমার চোখে প্রথমেই ভেসে ওঠে মোস্তফা কামাল সৈয়দের মুখ। কারণ এই প্রথম তাঁকে ছাড়া জন্মদিন পালন হবে। তিনি আমার যেমন গুরুজন ছিলেন, তেমনি ছিলেন আমার শিক্ষক।’

চয়নিকা বলেন, ‘করোনার সময় কীভাবে শুটিং করব, তা নিয়ে চিন্তায় ছিলাম। পরে গল্প রেডি করে শিল্পীদের বাসায় গিয়ে শুট করি। সাধারণত নাটকের শুটিং করতে গেলে ইউনিটে ২০-২৫ জন প্রয়োজন হয়। তবে আমি করোনার এই সময়ে শুটিংয়ের জন্য ইউনিট ছোট করেছি। আমার সঙ্গে মাত্র তিনজন নিয়ে নাটকের শুটিং করেছি। খাবার বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছি। এমনকি চা পর্যন্ত বাসা থেকে নিয়ে গিয়েছি।’

কৃতজ্ঞতা প্রকাশ করে চয়নিকা বলেন, ‘আমি এই নাটক নির্মাণ করতে গিয়ে অনেক বেশি কৃতজ্ঞ আবুল হায়াত, শিরী হায়াত, শিহাব শাহীন ও মিলি বাশারের প্রতি। তাঁরা এই করোনার সময় বিশ্বাস করে নিজেদের বাসায় শুটিং করার অনুমতি দিয়েছেন। গল্পের প্রয়োজনে শুধু আনিসুর রহমান মিলনের শুটিং হয়েছে একটি ফোরস্টার হোটেলে। তবে সব জায়গাতে আমরা স্বাস্থ্যবিধি মেনে শুটিং করেছি। ইউনিটে একজন ক্যামেরা পারসন এবং দুজন টেকনিক্যাল পারসন নিয়ে কাজ করেছি। সেট ডিজাইন থেকে শুরু করে মেকআপম্যান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের দায়িত্ব, সব এক হাতে সামাল দিতে হয়েছে আমাকে।’

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত নাটকটি রচনা করেছেন যৌথভাবে ফারিয়া হোসেন ও চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ, মিলি বাশার ও মাসুম বাশার। গানের কথা লিখেছেন অরুণ চৌধুরী। সুর, কম্পোজ কণ্ঠ তানভীর তারেকের। পরিচালনা চয়নিকা চৌধুরী। প্রযোজনা করেছেন কাজী রিটন।

মুক্তির অপেক্ষায় চয়নিকা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘বিশ্ব সুন্দরী’। যদিও তিনি নাট্যনির্মাতা হিসেবে অধিক জনপ্রিয়। এরই মধ্যে তিনি নির্মাণ করেছেন ৩৯৯টি নাটক। ৪০০তম নাটকটির দেখা মিলবে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com