অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিলের পরামর্শ দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ২:১১ অপরাহ্ন
অভিজিৎ ব্যানার্জি। ফাইল ছবি

অনলাইন ডেস্ক ।।

করোনা দুর্যোগের মাঝেও অর্থনীতির চাকা সচল রাখতে জরুরি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পরামর্শ দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপ-আমেরিকার মতো বাংলাদেশ-ভারতেও টাকা ছাপিয়ে মানুষের হাতে পৌঁছে দিতে হবে। এতে সচল থাকবে অর্থনীতির চাকা। এড়ানো যাবে দুর্ভিক্ষ।
এ জন্য চলমান লকডাউন কিছুটা শিথিল করার পরামর্শ দিয়েছেন তিনি।

অভিজিৎ ব্যানার্জি বলেন, মানুষের জীবন-জীবিকার জন্য টাকা ছাপিয়ে তাদের হাতে পৌঁছে দিতে হবে। আমরা এখনও এটা করছি না এই ভয়ে যে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে।

তিনি বলেন, যেহেতু বাংলাদেশে এখনও আস্তে আস্তে ছড়াচ্ছে এই ভাইরাস। আরও বেশ কিছু দিন ছড়াবে। যেহেতু কিছুটা সময় পাওয়া গেছে তাই এ সময়টাকে ব্যবহার করা উচিত।

সেই সঙ্গে ফসল তোলা ও কৃষিকাজ পুরো দমে অব্যাহত রাখার এবং যুবকদের বেশি বেশি কাজে লাগানোর পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, কম বয়সীদের দিয়ে কাজ করাতে হবে, যারা মুখোশ ও গ্লাভস পরে কাজে যাবে। এ রকম কিছু কিছু সহজ পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com