প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন হবে: প্রেস সচিব

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ জুলাই) সকালে কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তন অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।’

পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে।’

এ সময় ‘দ্যা নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ অন্য অতিথিরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ