নিয়ামতপুরে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এসিল্যান্ড

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৮:৪৯ অপরাহ্ন

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় সরকারি বিধিনিষেধ মেনে সারা দেশে এসএসসি পরিক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার(১৬ নভেম্বর) সকালে নিয়ামতপুর সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষাসহ বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সদ্য যোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি)  মনজুরুল আলম।
নিয়ামতপুর উপজেলায় এসএসসিতে ২ হাজার ৫৮ ও দাখিল পরীক্ষায় ৫২৩ ও ভোকেশনাল পরিক্ষায় ১১৮ জন সহ মোট- ৩৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
তবে এদের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে কয়েকজন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেননি।
কেন্দ্র পরিদর্শন শেষে সহকারি কমিশনার(ভূমি) মনজুরুল আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেদিয়ে সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরীক্ষা চলছে। প্রথম দিন থেকে এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসময় উপস্থিত ছিলেন, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, নিয়ামতপুর সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জাহাঙ্গীর কবির, শ্রীমন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভোকেশনাল শাখার কেন্দ্র সচিব আব্দুল জলিল প্রমুখ।
Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com