তুরস্কের পশ্চিমে ৬.১ মাত্রার ভূমিকম্প

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

তুরস্কের পশ্চিমে পশ্চিম শহরে সোমবার (২৭ অক্টোবর) রাতে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি তিন মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় আঘাত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তুরস্কের জরুরি ব্যবস্থাপনা-বিষয়ক সংস্থা এএফএডি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন কেন্দ্র ইজমিরেও কম্পন অনুভূত হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, ভূমিকম্পের পর তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষজসকে সরিয়ে নেয়া হয়েছিল। পরে সেগুলো ধরে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ১০ আগস্ট ইজমির থেকে ১৩৮ কিলোমিটার (৮৬ মাইল) উত্তর-পূর্বে পাহাড়ের মধ্যে অবস্থিত সিন্দিরগি শহরে একই মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও কয়েক ডজন আহত হন।

তুরস্ক বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত। ফলে ভূমিকম্পের কারণে এর আগেও দেশটিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণ-পশ্চিমে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৫৩ হাজার মানুষ নিহত হয়। প্রাচীন শহর অ্যান্টিওকের আন্তাকিয়া ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। জুলাই মাসের শুরুতেও একই অঞ্চলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্পে একজনের মৃত্যু ও ৬৯ জন আহত হন।

সূত্র : এএফপি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ