টানা চার সিরিজ জিতে টি-টোয়েন্টিতে যেন উড়ছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেন কিছুটা ম্লান সেই পরিসংখ্যান। বড় ধাক্কা খেয়েছে টাইগাররা। যদিও তা থেকে বেড়িয়ে আসার সুযোগও পাচ্ছে তারা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় আজ ম্যাচটা টাইগারদের বাঁচা-মরার লড়াই। চট্টগ্রামে এই লড়াই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে চেনা সমর্থকদের সামনে হেরে যায় ১৬ রানের ব্যবধানে। আগে ব্যাট করে শুরুতে চাপে থাকলেও শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৬৫ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ।
লক্ষ্য তাড়ায় ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। পারেনি পুরো ২০ ওভার খেলতেও। ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। তাতে সিরিজে পিছিয়ে পড়ে ১-০ ব্যবধানে।
শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টানা চারটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জিতে যে দুর্দান্ত ধারাবাহিকতা তৈরি করেছিল লিটন দাসের দল, তা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই আজ মাঠে নামবে টাইগাররা।
এর আগে ২০২২-২৩ মৌসুমে টানা চার সিরিজে আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। পরে পঞ্চম সিরিজে তারা ১-১ ব্যবধানে ড্র করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে।
সেবার টানা পাঁচ সিরিজ অপরাজিত থাকলেও জয় ছিল চার সিরিজে। সেই রেকর্ড এবার ভাঙার সুযোগ বাংলাদেশের সামনে। ভ্রমণ গাইড
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত একাধিক ম্যাচের চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। যেখানে জয় পরাজয় সমান সমান। দু’টিতে জিতেছে বাংলাদেশ, আর বাকি দু’টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আর ম্যাচের হিসেবে দু’দল ২০ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে। যেখানে বাংলাদেশ ৮টি ও ক্যারিবীয়রা জেতে ১০টি ম্যাচে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।
অবশ্য গত ডিসেম্বরে শেষ দেখায় এই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই ৩-০ তে ধবলধোলাই করে বাংলাদেশ। তবে এবার ধবলধোলাই আর করা হচ্ছে না, তবে সুযোগ আছে সিরিজ জয়ের।
সেই জন্য ঘুরে দাঁড়াতে হবে ব্যাটারদের। প্রথম ম্যাচে যারপরনাই ব্যর্থ ছিল টপঅর্ডার। ওপেনার থেকে লোয়ার অর্ডার, কেউ পারেনি ভালো করতে। দায়িত্ব নিতে পারেনি কেউ, পারেনি ইনিংস বড় করতে। প্রথম ৬ ব্যাটার মিলে যোগ করেন মাত্র ৬২।
কিন্তু মাঠের লড়াইয়ের আগেই নতুন চিন্তা আবহাওয়া। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ইতোমধ্যেই প্রবল রূপ ধারণ করেছে। এর প্রভাবে মোংলা, পায়রা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার তা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে সিরিজের বাকি ম্যাচ দু’টি আছে বৃষ্টির হুমকিতে।
You must be logged in to post a comment.