জাবিতে অনির্দিষ্টকালের জন্য সশরীরে ক্লাস বন্ধ

জাবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৫:২২ অপরাহ্ন

দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

তবে চলমান চূড়ান্ত পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস-পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার (৯ জানুয়ারি) থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, ক্লাস বন্ধ থাকলে চলমান চূড়ান্ত পরীক্ষা ও ব্যবহারিক ক্লাস-পরীক্ষা গুলো স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে। প্রয়োজনে পরীক্ষার হল বৃদ্ধি ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বৃদ্ধি করা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে সুপারিশ নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১০০ টাকা দিয়ে শিক্ষার্থীরা করোনা ভাইরাস পরীক্ষা করতে পারবেন।

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com