ক্রিমিয়ার বিমানঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের আভাস

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৯:২৫ পূর্বাহ্ন

স্যাটেলাইট চিত্রে দুদিন আগের বিস্ফোরণে ক্রিমিয়ার এক বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আভাস পাওয়া গেছে। ছবিতে বেশ কয়েকটি ধ্বংস হয়ে যাওয়া রুশ যুদ্ধবিমানও দেখা যায় বলে মনে হচ্ছে। 

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। দ্বীপের পশ্চিমে সাকি বিমানঘাঁটি মঙ্গলবার একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে।

এতে একজন নিহতও হয়।

ইউক্রেন ঘটনার দায় স্বীকার করেনি। অন্যদিকে রাশিয়া বলেছে, তাদের গোলাবারুদের ভাণ্ডারে বিস্ফোরণ ঘটেছিল। তবে এই স্যাটেলাইট চিত্রের নতুন প্রমাণ নির্দিষ্ট লক্ষ্যবস্তু করে হামলা চালানোর ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যানেট ল্যাবস থেকে পাওয়া ছবিতে মাটির পুড়ে যাওয়া বড় অংশ দেখা যায়।

বিমানঘাঁটির প্রধান রানওয়েগুলো অক্ষত বলে মনে হচ্ছে। তবে অন্তত আটটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে মনে হয়। বেশ কয়েকটি গর্ত স্পষ্টভাবে চোখে পড়ে। প্রচুরসংখ্যক বিমান হ্যাঙ্গারের বাইরে খোলা জায়গায় পার্ক করা হয়েছিল। -বিবিসি

Facebook Comments
Print Friendly, PDF & Email
সংবাদটি শেয়ার করুন


আরো সংবাদ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com